• অভিভাবক সমাবেশ-২০২৩

    অভিভাবক সমাবেশ-২০২৩

  • একাডেমিক ভবন

    একাডেমিক ভবন

  • Physical Training (GRHAM)

    Physical Training (GRHAM)

  • (GRHAM)

    (GRHAM)

  • নতুন একাডেমিক ভবন (GRHAM)

    নতুন একাডেমিক ভবন (GRHAM)

Message Corner
  • হাজী আব্দুল করিম (নিয়ামত)

    হাজী আব্দুল করিম (নিয়ামত)

    প্রতিষ্ঠাতা

  • মোঃ আনিসুজ্জামান

    মোঃ আনিসুজ্জামান

    সভাপতি

  • মোঃ রফিকুল ইসলাম

    মোঃ রফিকুল ইসলাম

    অধ্যক্ষ

  • মোঃ নজরুল ইসলাম

    মোঃ নজরুল ইসলাম

    উপাধ্যক্ষ

Welcome to Gawsia Rahmania Hosainia Alim Madrasah

আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
গাউছিয়া রাহমানিয়া হোছাইনিয়া আলিম মাদ্রাসা​, এর পক্ষ থেকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। পৃথিবীর সাথে তাল মিলিয়ে দেশ যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন তাহলে অন্যদের চেয়ে পিছিয়ে থাকবো? আপনারা জেনে আনন্দিত হবেন যে, বাংলা একাডেমী কর্তৃক নির্ধারিত শুদ্ধ উচ্চারণের অঙ্গীকার নিয়ে আমরা সৃজনশীল শিক্ষা দানের উদ্দেশ্যে যুগোপযোগী ও আধুনিক স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছি। 

কিশোরগঞ্জ মহানগরীর প্রতিটি এলাকায় অসংখ্য মাদ্রাসা গড়ে উঠেছে। কিন্তু সত্যিকার অর্থে ভালো স্কুলের সংখ্যা খুবই কম। সেক্ষেত্রে আমাদের  প্রতিষ্ঠানটি এ অভাব পূরণে একটি ব্যতিক্রমী প্রচেষ্ঠা। ভবিষ্যত প্রজন্মকে তাদের সুপ্ত প্রতিভার যথাযথ বিকাশ ঘটিয়ে শারীরিক, মানসিক, চারিত্রিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্ধুদ্ধ করে তোলার লক্ষ্যে সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়েছি। 

মেধাবী শিক্ষকগণের উচ্ছল উদ্দীপনায় সুশিক্ষার এক অপূর্ব পরিবেশ গড়ে তোলা হয়েছে। শিক্ষার্থীরা যাতে করে তাদের প্রতিভা বিকাশের উপযুক্ত ক্ষেত্র খুঁজে পায়। সাধারণ শিক্ষার পাশাপাশি ব্যক্তিগত জীবনে ধর্মীয় শিক্ষার অনুশাসন, মানবিক মূল্যবোধ ও কম্পিউটার শিক্ষা কর্মসূচীর বাস্তবায়নের মাধ্যমে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি অর্জনের মধ্য দিয়ে প্রকৃত শিক্ষা লাভের পথ নির্দেশ করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। 

বাংলা ভাষার যথাযথ অনুশীলনের পাশাপাশি ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভাষাগত দূর্বলতা নির্মূল করার দ্বার উন্মুক্ত করবে আশা করি। সাথে সাথে চিত্রাঙ্কন, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক কর্মসূচী, খেলাধুলা, শিক্ষা সফর তাদের মেধা বিকাশে ইতিবাচক সুফল বয়ে আনবে।

আমরা আশা করি, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী চাহিদা মেটাতে এবং তাদের সুশিক্ষা লাভের সকল সুযোগ সম্প্রসারণ করতে সক্ষম হব ইন্শাল্লাহ।

বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ ।

 

                                                                                           গাউছিয়া রাহমানিয়া হোছাইনিয়া আলিম মাদ্রাসা

Read More
Why Should you Choose Gawsia Rahmania Hosainia Alim Madrasah ?

গাউছিয়া রাহমানিয়া হোছাইনিয়া আলিম মাদ্রাসা​, এর নিজস্ব কতকগুলো ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলোর কারনেই মূলত এই স্কুলে আগত ছাত্র-ছাত্রীরা ধাপে ধাপে নিজেদের উন্নয়ন ঘটাতে পারে
নিম্নে বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হল :

* বিষয়ভিত্তিক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রীধারী শিক্ষক/শিক্ষিকা কর্তৃক পাঠদান।
* সম্পূর্ণ নিরপেক্ষ নিয়োগপরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দান।
* গণিত ও ইংরেজি বিষয়ে সাধারণ ক্লাস ছাড়াও অতিরিক্ত ক্লাস এর ব্যবস্থা।
* নিয়মিত শ্রেণিকক্ষে পাঠ্যবিষয় বুঝিয়ে দিয়ে পড়া দেয়া এবং পরের দিন পড়া আদায় করা।
* দৈনিকপাঠ না শিখলে সংশোধনী ক্লাসের মাধ্যমে পড়া শেখানোর ব্যবস্থা।
* সকল শাখায় ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩০-৩৫ জনের মধ্যে সীমিত।
* জুনিয়রওয়ান ও প্রথম শ্রেণিতে সার্বক্ষণিক দু’জন শিক্ষকের ব্যবস্থা।
* নিয়মিত ডায়েরি সংরক্ষণ এবং দৈনিক পাঠ মূল্যায়নের ভিত্তিতে ডায়েরি মার্কস এর ব্যবস্থা।
* কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা।
* আরবি ও ধর্মীয় নিয়ম-নীতির ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা।
* চিত্রাঙ্কনের বিশেষ ব্যবস্থা।
* শিক্ষার্থীদেরকে শৃঙ্খলাবদ্ধ ও স্বনির্ভর করে গড়ে তোলার ব্যবস্থা।
* আধুনিক স্বাস্থ্যসম্মত শ্রেণিকক্ষ।
* সু-সজ্জিত বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব।
* ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে যোগ্যতা ও মেধার প্রাধান্য দেয়া।
* ছাত্র-ছাত্রীর শ্রেণি অনুসারে উপযুক্ত বয়সের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ।
* ছাত্র-ছাত্রীদের লেখাপড়া সম্পর্কিত যেকোন ধরনের সমস্যা ও পরামর্শ সরাসরি ব্যক্তিগতভাবে কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার সুযোগ।
* যেকোন ধরনের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
* অনুত্তীর্ণ শিক্ষার্থীদের আগের ক্লাসে রেখে যথাযথ যত্নের ব্যবস্থা।
* সুনিয়ন্ত্রিত শৃংখলাপদ্ধতি ও কঠোর নিরাপত্তাব্যবস্থা।

                                                                                      গাউছিয়া রাহমানিয়া হোছাইনিয়া আলিম মাদ্রাসা